ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুয়াকাটায় পূণ্যস্নানের মধ্য দিয়ে কলাপাড়ায় রাস উদযাপন শুরু

প্রকাশিত: ০৪:১৬, ১২ নভেম্বর ২০১৯

কুয়াকাটায় পূণ্যস্নানের মধ্য দিয়ে কলাপাড়ায় রাস উদযাপন শুরু

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ আজ মঙ্গলবার কাকডাকা ভোরে কুয়াকাটায় পূণ্যস্নানের মধ্য দিয়ে কলাপাড়ায় পাঁচ দিনের রাসলীলা উৎসব শুরু হয়েছে। সাগরে পূণ্যস্নানকে ঘিরে সোমবার রাতে কুয়াকাটায় সমাবেশ ঘটে হাজারো রাসভক্ত নারী-পুরুষের। হিন্দু ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী এ রাস উৎসব এ বছর কিছুটা হলেও ম্লান হয়ে গেছে ঘুর্ণিঝড় বুলবুল তান্ডবে। আজ বিকেল থেকে পুণ্যার্থী রাসভক্তরা কলাপাড়া পৌরশহরের মদন মোহন সেবাশ্রমে রাসপূজাসহ রাধাকৃষ্ণের ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করবেন। এরা রাস মেলায় অংশ নিবেন। এ বছর প্রতিকূল আবহাওয়ার কারণে আয়োজকরা শুধুমাত্র ধর্মীয় রীতি পালন করছে। রাস উদযাপন কমিটির সভাপতি ও কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান, ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে এবছর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সকল আনুষ্ঠানিকতা বাদ দেয়া হয়েছে। শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করা হয়েছে। রাস উদযাপনকে ঘিরে কুয়াকাটা এবং কলাপাড়ায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। কলাপাড়া থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, পাঁচদিনের রাস মেলায় আগত ভক্তবৃন্দের জন্য সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য ফি বছর কার্তিক মাসের ভরা পূর্ণিমা তিথিতে কুয়াকাটায় সাগরে পূণ্যস্নান শেষে কলাপাড়ায় পাঁচ দিনের রাসলীলা উদযাপন করে আসছে হিন্দু ধর্মালম্বী মানুষ। এদের বিশ্বাস সারা বছরের পঙ্কিলতা দূর করতে তাঁরা সাগরে পূর্ণিমার এ তিথিতে পূণ্যস্নান করেন।
×