ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠানে রোহিঙ্গা শিক্ষার্থী থাকতে পারবেনা

প্রকাশিত: ০২:৫৯, ১২ নভেম্বর ২০১৯

শিক্ষা প্রতিষ্ঠানে রোহিঙ্গা শিক্ষার্থী থাকতে পারবেনা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়া উপজেলার কোন শিক্ষা প্রতিষ্ঠানে রোহিঙ্গা শিক্ষার্থী থাকতে পারবেনা। কোন রোহিঙ্গা শিক্ষার্থী যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে থাকার প্রমাণ পাওয়া গেলে শিক্ষক ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটিকে আইনের মুখোমুখি হতে হবে। মঙ্গলবার দুপুরে উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মো: নিকারুজ্জামান এ কথা বলেন। মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), উখিয়া থানার ওসি আবুল মনসুরসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য রোহিঙ্গারা স্থায়ীভাবে এদেশে থেকে যেতে তাদের ছেলেদের কৌশলে ভর্তি করিয়েছে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে। এ অভিযোগ পেয়ে ইউএনও’র এ ধরণের পদক্ষেপ নেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনতা।
×