ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে স্ত্রী হত্যা ॥ আইনজীবীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রকাশিত: ০২:৫৮, ১২ নভেম্বর ২০১৯

যশোরে স্ত্রী হত্যা ॥ আইনজীবীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে আটক আলোচিত আইনজীবী আমির হোসেনকে অন্তঃসত্ত্বা স্ত্রী সালেহা খাতুন সোনিয়া হত্যা মামলায় জেলগেটে তিনদিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক এ আদেশ দেন। আসামি আমির হোসেন সদর উপজেলার ডহেরপাড়া গ্রামের মৃত ছবির মুন্সি ওরফে সাব্বির হোসেন মিয়ার ছেলে। অন্যদিকে মঙ্গলবার প্রেসক্লাব যশোরের সামনে আমির হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, মাস ছয়েক আগে এ্যাডভোকেট আমির হোসেন লেবুতলা গ্রামের পূর্বপাড়ার সিরাজুল ইসলামের মেয়ে সালেহা খাতুন সোনিয়াকে বিয়ে করেন। সালেহা খাতুন দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের সময় স্বর্ণালংকারসহ বিভিন্ন ধরনের সাংসারিক মালামাল দেন তার বাবা। কিন্তু আমির হোসেন স্ত্রী সালেহার কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় সালেহার উপর অমানুষিক নির্যাতন শুরু করেন তিনি। নির্যাতন সহ্য করতে না পেয়ে কয়েকদিন আগে সালেহা তার মা নূরজাহানকে বিষয়টি জানান। এরপর সালেহার মা ও বাবা আমির হোসেনকে দাওয়াত করে বাড়িতে নিয়ে যৌতুক ছাড়া সালেহাকে নিয়ে সংসার করার অনুরোধ করেন। এতে আরো ক্ষীপ্ত হন আমির হোসেন। এর জের ধরে গত ২ নবেম্বর সন্ধ্যায় সালেহাকে মারপিটের পর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন আমির হোসেন। এরপর তার লাশটি ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালান। খবর পেয়ে সালেহার বাবা বাড়ির লোকজন আমির হোসেনের বাড়িতে যান। সেখানে মেয়ের লাশ দেখে পুলিশে সংবাদ দেন। পরে সালেহার বাবা থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় আমির হোসেনকে আটকের পর সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। শুনানী শেষে বিচারক তাকে জেলগেটে তিনদিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন। অন্যদিকে মেয়ে সোনিয়া হত্যার বিচার চেয়ে রাজপথে আহাজারি করলেন মা নূরজাহান বেগম। মঙ্গলবার দুপুরে মানববন্ধনে অংশ নিয়ে মেয়ে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের গৃহবধূ সোনিয়া হত্যার বিচারের দাবিতে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, বাঁচতে শেখা ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপি মানববন্ধনে নিহত সোনিয়ার মা নূরজাহান বেগম, ভাই-বোনসহ লেবুতলা গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, অ্যাডাব যশোর চ্যাপ্টারের সেক্রেটারি শাহজাহান নান্নু, বাঁচতে শেখার ময়েন মন্ডল, আমরাই পারি’র রাজিয়া খাতুন, বিথীকা বিশ্বাস, নিহতের প্রতিবেশী জাফর ইকবাল প্রমুখ। বক্তারা বলেন, সোনিয়ার হত্যাকারী তার স্বামী আমির হোসেন আইনজীবী হওয়ায় প্রভাব খাটিয়ে হত্যাকান্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করছেন। পুলিশ অভিযুক্ত আমিরকে আটক করলেও ন্যায় বিচার নিয়ে সংশয় দেখা দিয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
×