ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুস্মিতার ছোট মেয়ে আলিশা বলল, ‘তুমি আমাকে বাঁচিয়েছিলে..’

প্রকাশিত: ০০:০৬, ১২ নভেম্বর ২০১৯

সুস্মিতার ছোট মেয়ে আলিশা বলল, ‘তুমি আমাকে বাঁচিয়েছিলে..’

অনলাইন ডেস্ক ॥ মাত্র দশ বছর বয়সী আলিশা সেন, সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনের দত্তক কন্যা লিখলেন তার আবেগের কথা। এই ‘মা’ তাকে বাঁচিয়েছেন বলে জানালেন সামাজিক মাধ্যমে। খুব ছোট বয়সে আলিশাকে বাড়িতে নিয়ে এসেছিলেন মিস ইউনিভার্স। কিছু দিন আগে আলিশাকে স্কুলে লিখতে দেওয়া হয়েছিল, ‘অনাথ আশ্রম থেকে সন্তান দত্তক’ এই বিষয় নিয়ে। ১০ বছরের ছোট্ট আলিশা লেখেন এভাবে, “যারা পারেন তাদের অবশ্যই সন্তান দত্তক নেওয়া উচিৎ। এরমাঝেও আনন্দ আছে।’ ছোট্ট আলিশা আরও লেখেন, ‘জন্ম না দিয়েও কেউ যে মা হতে পারে, এক জনকে রক্ষা করা, নতুন জীবন দিতে পারে- এর থেকে সুন্দর আর কী বা হতে পারে? আর উপরি পাওনা হিসেবে সেই বাচ্চার নিঃস্বার্থ ভালোবাসা হয় ঐ মায়ের জন্য শ্রেষ্ঠ উপহার।” আলিশার এই আবেগের বহিঃপ্রকাশে সুস্মিতাও আবেগাক্রান্ত হয়ে পড়েন। ইনস্টাগ্রামে শেয়ার করেন ভিডিও। সুস্মিতার ওই পোস্টে তার ফলোয়াররাও মায়ের আবেগে মিশে গেছেন। কেউ লিখেছেন, ‘জন্ম দিলেও শুধু মা হওয়া যায় না, তুমিই আসল মা।’ কেউ আবার বলেছেন, ‘যশোদাও তো শ্রীকৃষ্ণকে জন্ম দেননি। কিন্তু মায়ের মমতায় বড় করে তুলেছিলেন তাকে।’ ২০১০ সালে আলিশাকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা। এর আগে ২০০০ সালে তিনি আরও এক কন্যাসন্তান দত্তক নেন, নাম রেনে। প্রথম যখন দত্তক নিয়েছিলেন সুস্মিতা, তখন তার বয়স মাত্র ২৫ বছর। উপমহাদেশে অবিবাহিত নারী হিসেবে সন্তান দত্তক নিয়ে সুস্মিতা সেন নজির সৃষ্টি করেন।
×