ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

প্রকাশিত: ০৯:২৬, ১১ নভেম্বর ২০১৯

আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস প্রতিযোগিতার ট্রফি উন্মোচন

স্পোর্টস রিপোর্টার ॥ জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেখ রাসেল আন্তর্জাতিক ক্লাব কাপ টেনিস প্রতিযোগিতার লোগো ও ট্রফি উন্মোচন করা হয়েছে। রবিবার রাজধানীর একটি হোটেলে লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে টুর্নামেন্টের ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা আব্দুস সালাম মুর্শেদী সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেখ রাসেলের ৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আগামী ১৩ নভেম্বর শুরু হবে এ প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশসহ ১৮টি দেশের ৪৫ পুরুষ ও ৯ নারী টেনিস খেলোয়াড় এতে অংশ নেবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও মঙ্গোলিয়া টেনিস দল খুলনায় পৌঁছেছে। বাকী দলগুলো সোমবার আসার কথা রয়েছে। টুর্নামেন্টের মূলপর্বের খেলা অফিসার্স ক্লাব খুলনা, শেখ রাসেল টেনিস একাডেমী, খুলনা ক্লাব ও খুলনা বিশ্ববিদ্যালয় টেনিস কোর্টে অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্টটি।
×