ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্যাসিনো কাণ্ডের পর দল গুছিয়ে অনুশীলনে মোহামেডান

প্রকাশিত: ০৯:২৫, ১১ নভেম্বর ২০১৯

ক্যাসিনো কাণ্ডের পর দল গুছিয়ে অনুশীলনে মোহামেডান

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যাসিনো বিপর্যয়ের পর ঘুরে দাঁড়িয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন ফুটবল মৌসুমের জন্য দল গুছিয়ে প্রথমদিন অনুশীলনও করেছে ঐতিহ্যবাহী সাদা-কালোরা। তরুণ দল নিয়েই মৌসুমে সবাইকে চমকে দেয়ার পরিকল্পনা করছেন মোহামেডানের বিদেশি কোচ শন লেন। ক্যাসিনো ঝড় শেষে মোহামেডানের নতুন জাগরণ। কেটে গেছে শঙ্কার কালো মেঘ। ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন কারাগারে। দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছেন সাবেক ফুটবলাররা। মাঠে নামার প্রস্তুতি শুরু করেছে সাদা-কালো ফুটবলাররা। এরইমাঝে চলে এসেছেন গেল মৌসুমে মাঝপথ থেকে ক্লাবটির ডাগআউট সামলানো হেড কোচ শন লেন। চুক্তিবদ্ধ হয়েছেন ২৬ ফুটবলার। প্রথম দিনের অনুশীলনে শীষ্যদের সাথে পরিচিত হয়েছে কোচিং স্টাফ। গেল মৌসুমে খেলা মালির সোলেমান দিয়াবাতে আর জাপানিজ উরু নাগাতা থাকছেন মোহামেডানের সাথে। বাকি ৩ বিদেশি এখনও চূড়ান্ত হয়নি। তরুণ ফুটবলারদের তৈরির চ্যালেঞ্জ এখন ইংলিশ কোচ শন লেনের সামনে। মোহামেডান স্পোর্টিং ক্লাব কোচ শন লেন জানান, যা হয়েছে তা নিয়ে ভাবার দরকার নেই। এই তরুণদের মাঝেই সম্ভাবনা দেখছি। ওদের ভালোভাবে তৈরি করতে পারলে নিশ্চিত ভাবে লিগের সেরা ৫ এ থাকা সম্ভব হবে মোহামেডানের। সম্পর্ক ছিন্ন না করে পুরনো ক্লাবে থেকে গেছেন ৭ ফুটবলার। যোগ দিচ্ছেন ১৯ জন। যেখানে বড় নাম আরামবাগ থেকে যোগ দেয়া মাজহারুল ইসলাম হিমেল। রয়েছেন সোহানুর রহমানরা-রাকিব খান ইভানের মতো তরুণরাও। দলবদল শেষের আগের দিন ১৯ নভেম্বর আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
×