ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুলবুলের প্রভাবে বেড়েছে চালের দাম

প্রকাশিত: ০৯:২৪, ১১ নভেম্বর ২০১৯

বুলবুলের প্রভাবে বেড়েছে চালের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে নিত্যপণ্য চাল, আটা, ভোজ্যতেল ও আলুর দাম বেড়ে গেছে। প্রায় সব ধরনের চালে কেজিপ্রতি ২-৩ টাকা পর্যন্ত বেড়েছে খুচরা বাজারে। তবে সবচেয়ে বেশি বেড়েছে চালের মোকামগুলোতে। ঘূর্ণিঝড়ের প্রভাবে মোকামগুলোতে বস্তাপ্রতি ১৫০-২০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এদিকে, রাজধানীর বেশির ভাগ বাজারেও চাল ও আটার দাম বেড়েছে। সরু চাল হিসেবে খ্যাত মিনিকেট ও নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৫২-৫৬ টাকায়। এছাড়া পাইজাম, লতা চাল বিক্রি হচ্ছে ৪২-৪৬ টাকায়। এছাড়া চায়না ইরি ও স্বর্ণা চাল মানভেদে ৩২-৪০ টাকায় বিক্রি হচ্ছে। চাল ব্যবসায়ীরা বলছেন, প্রতিকেজিতে ২-৩ টাকা পর্যন্ত দাম বেড়ে গেছে। এ প্রসঙ্গে পুরান ঢাকার কাপ্তান বাজারের চাল ব্যবসায়ী হাজী নূরুল ইসলাম জনকণ্ঠকে বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে চালের দাম কিছুটা বেড়ে গেছে। বিশেষ করে পাইকারি বাজারে বস্তাপ্রতি ১৫০-২০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। গত তিনদিনে বাজারে চালের সরবরাহও কিছুটা কমেছে। তিনি বলেন, তবে আবহাওয়া পরিস্থিতি ভাল হলে চালের দাম আবার কমে আসবে। এবছর চালের দাম বাড়ার কোন কারণ নেই। দেশে পর্যাপ্ত ধান ও চাল মজুদ রয়েছে। এছাড়া বাজারে সব ধরনের আটার দাম বেড়ে গেছে। প্রতিকেজি খোলা আটা বিক্রি হচ্ছে ২৮-৩২ টাকা। এছাড়া প্যাকেট জাত আটা ২৮-৩৭ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এক্ষেত্রে কেজিতে ২ টাকা পর্যন্ত বেড়েছে আটার দাম। এছাড়া ভোজ্যতেল খোলা সয়াবিন ৮০-৮৫ এবং পামওয়েল ৬৪-৭০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়েছে ২-৪ টাকা পর্যন্ত। এছাড়া বাজারে আবার আলুর দাম বেড়ে গেছে। প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ২৪-২৫ টাকায়। ব্যবসায়ীরা জানিয়েছে, বুলবুলের প্রভাবে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। তবে খুব শীঘ্রই এসব পণ্যের দাম হ্রাস পাবে।
×