ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পবিপ্রবি ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ পুনরায় প্রশাসনিক ভবনে তালা

প্রকাশিত: ০৩:৫৪, ১১ নভেম্বর ২০১৯

পবিপ্রবি ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভ পুনরায় প্রশাসনিক ভবনে তালা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের স্বতন্ত্র ইউনিটসহ ৯ দফা দাবিতে আজ সোমবার সকাল থেকে আবারো শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান গেট তালাবদ্ধ করে বিক্ষোভ, অবস্থান ধর্মঘট শুরু করেছেন। গত বৃহস্পতিবার প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ, অবস্থান ধর্মঘট করেন সিএসই অনুষদের শিক্ষার্থীরা। এসম স্বতন্ত্র ইউনিট চালু, পবিপ্রবি’র নামের যথার্থতা রক্ষায় ইঞ্জিনিয়ারিং অনুষদের আওতাধীন রেখে সিএসই এর সাথে ইসিই, ই.ই.ই, এমই ডিপার্টমেন্ট চালুসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা রেজিষ্ট্রার বরাবরে একটি স্মারকলিপি পেশ করে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শণ ও অবস্থান ধর্মঘট শুরু করেন। তবে শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। তবে শিক্ষার্থীরা জানান, তাদের দাবী মানা না হলে সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জনসহ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
×