ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তীর গ্রুপের সঙ্গে আরচারি ফেডারেশনের পথচলা অব্যাহত ...

প্রকাশিত: ০৯:০২, ৯ নভেম্বর ২০১৯

তীর গ্রুপের সঙ্গে আরচারি ফেডারেশনের পথচলা অব্যাহত ...

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ আরচারি ফেডারেশনের সঙ্গে সিটি গ্রুপের ৫ বছরের জন্য ‘তীর গো ফর গোল্ড প্রজেক্টের আওতায় উদীয়মান আরচার এবং জাতীয় দলের আরচারদের ক্রীড়া নৈপুণ্য বৃদ্ধি করার লক্ষ্যে ২০১৭ সালের ২৩ অক্টোবর এক চুক্তি স্বাক্ষরিত হয়। তৃতীয় বছরের (২০১৯-২০) কার্যক্রম পরিচালনার জন্য সিটি গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা উপলক্ষে বাংলাদেশ আরচারি ফেডারেশন এবং সিটি গ্রুপের যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে শনিবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং ও সেলস) জাফর উদ্দিন সিদ্দিকী সংবাদ সম্মেলনে অবগত করেন যে, টোকিও ২০২০ অলিম্পিক গেমসে সরাসরি অংশগ্রহণ যা রোমান সানার মাধ্যমে স্বপ্ন বাস্তবায়নের একধাপ এগিয়েছে বলে সিটি গ্রুপ বিশ্বাস করে। ২০১৯-২০ অর্থ বছরে ২ কোটি ৪১ লাখ টাকা বাজেট বরাদ্দ দিয়ে তৃতীয় বছরের কার্যক্রমের যাত্রা শুরু করা হলো। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সহকারী সাধারণ সম্পাদক রশিদুজ্জামান সেরনিয়াবাত, সিটি গ্রুপের মার্কেটিং ম্যানেজার ফারজানুল হক এবং সিনিয়র ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ, জাতীয় আরচারি দলের প্রশিক্ষক মার্টিন ফ্রেডারিক, জিয়াউল হক ও মোহাম্মদ হাসান, জাতীয় দলের আরচারবৃন্দ। সম্মেলনে চপল জানান, বাংলাদেশ ২০২৪ অলিম্পিকে আরচারিতে স্বর্ণপদক জয় করার প্রত্যাশা রাখে। তবে ২০২০ অলিম্পিকে পদকজয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।
×