ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাউথ এশিয়া কারাতে চ্যাম্পিয়নশিপে ৭ র্স্বণ পেয়ে বাংলাদেশ চতুর্থ

প্রকাশিত: ০৯:০২, ৯ নভেম্বর ২০১৯

সাউথ এশিয়া কারাতে চ্যাম্পিয়নশিপে ৭ র্স্বণ পেয়ে বাংলাদেশ চতুর্থ

স্পোর্টস রিপোর্টার ॥ সাউথ এশিয়া কারাতে চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে আজ শনিবার। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ভারত এবং পাঁচ দেশের মধ্যে ৪র্থ হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩০ স্বর্ণ, ১০ রৌপ্য ও ১০ তাম্রপদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রানার্সআপ শ্রীলঙ্কা পেয়েছে ১২ স্বর্ণ, ২০ রৌপ্য ও ১৮ তাম্রপদক। তৃতীয় স্থান অধিকারী নেপাল পেয়েছে ৮ স্বর্ণ, ৫ রৌপ্য ও ১০ তাম্রপদক। আর চতুর্থ হওয়া স্বাগতিক বাংলাদেশ দল লাভ করেছে ৭ স্বর্ণ, ২৮ রৌপ্য ও ২৪ তাম্রপদক। পদক তালিকায় সবার নিচে থাকা ভুটান পেয়েছে ১ স্বর্ণ, ও ৭ তাম্রপদক। প্রতিযোগিতার সমাপনী দিনে সিনিয়র পুরুষ দলগত কুমিতে ইভেন্টে স্বর্ণ পান বাংলাদেশ দলের হোসেন খান, আল আমীন, রমজান, লোকমান ও আতিক। সিনিয়র পুরুষ একক কাতায় স্বর্ণ পেয়েছেন বাংলাদেশ দলের হাসান খান। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এসময় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব আক্তার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খান।
×