ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘুর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে ॥ নৌ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৫, ৯ নভেম্বর ২০১৯

ঘুর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে ॥ নৌ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ঘুর্ণিঝড় বুলবুল মোকাবেলা সরকার প্রস্তুত। বর্তমান প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকারের সক্ষমতা আছেই বলেই স্বল্প সময়ের মধ্যে সরকার এই দুর্যোগ মোকাবেলায় সবরকম প্রস্তুতি গ্রহন করেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামীলীগ আজ সঠিক নেতৃত্ব নিয়ে দেশ পরিচালনা করছে বলেই বিএনপিতে কেন্দ্রীয় পর্যায়ে পদত্যাগের হিড়িক পড়ে গেছে। বিএনপি’র কেন্দ্রীয় নেতারা একে একে দল ছেড়ে চলে যাচ্ছেন। তিনি বলেন, এদেশ থেকে একদিন বিএনপি হারিয়ে যাবে। আগামীদিনের বাংলাদেশে বিএনপি নামক দলের নাম কেউ মুখে উচ্চারণ করবে না। বিরল মহিলা কলেজ প্রাঙ্গনে আয়োজিত এই বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বিরল উপজেলা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এম. আব্দুল লতিফ। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সারোয়ারুল ইসলাম বাবলু, যুগ্ন সাধারন সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ। সভায় বিরল উপজেলার ১২ ইউনিয়নের আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
×