ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাহজালাল বিমানবন্দর থেকে পিস্তল-গুলিসহ যাত্রী আটক

প্রকাশিত: ০৪:৪৪, ৯ নভেম্বর ২০১৯

শাহজালাল বিমানবন্দর থেকে পিস্তল-গুলিসহ যাত্রী আটক

অনলাইন রিপোর্টার ॥ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাসান আলী নামে এক যাত্রীকে বিদেশি পিস্তল-গুলিসহ আটক করেছে কাস্টম হাউস। শনিবার সকালে তাকে আটক করা হয়। কাস্টম হাউস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারী করতে থাকেন। পরে বিমানবন্দরের গ্রিন চ্যানেলে তল্লাশির একপর্যায়ে তুরস্কের ইস্তাম্বুল থেকে ঢাকায় আগত তার্কিস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী হাসান আলীকে তল্লাশি করে তার লাগেজ থেকে একটি বিদেশি পিস্তল ও ১০০ রাউন্ড জব্দ করা হয়। কাস্টমস হাউসের কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গুলি-পিস্তলের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
×