ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘নগরপিতা না বলে আমাকে নগরের সেবক হিসেবে নিলে খুশি হব’

প্রকাশিত: ০৯:৫২, ৯ নভেম্বর ২০১৯

 ‘নগরপিতা না বলে আমাকে নগরের সেবক হিসেবে নিলে খুশি হব’

স্টাফ রিপোর্টার ॥ বারবার আমাকে নগরপিতা বলা হয়, কিন্তু আমাকে নগর পিতা না বলে যদি নগরের সেবক হিসেবে নেন তাহলে কিন্তু আমি বেশি খুশি হব। কারণ সন্তানের সঙ্গে পিতার কিছুটা দূরত্ব থাকে (সব কিছু বলার ক্ষেত্রে), বন্ধুর সঙ্গে কিন্তু ততটা দূরত্ব থাকে না। তাই আমাকে নগরের সেবক বললেই বেশি খুশি হব। নাগরিকদের প্রতি এ আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত ‘শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে পায়রা উড়িয়ে এবং ফুটবলে শট করে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেয়র। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক ক্লাবের উপদেষ্টা সদস্য হারুনুর রশিদ, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মোনয়ার ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকসহ উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
×