ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামালপুরে ট্রেনে কাটাপড়ে এক বৃদ্ধ সুইপার নিহত

প্রকাশিত: ০৫:২০, ৮ নভেম্বর ২০১৯

জামালপুরে ট্রেনে কাটাপড়ে এক বৃদ্ধ সুইপার নিহত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে কমিউটার ট্রেনে কাটা পড়ে গঙ্গারাম বাসফোর (৭৫) নামের একজন সুইপার নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১২টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুইপার মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুইপার কলোনিতে তার মেয়ের বাসায় থাকতেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১২টার দিকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি আসার আগে থেকেই অজ্ঞাত পরিচয়ের একজন বৃদ্ধ শেখেরভিটায় রেললাইনে বসেছিলেন। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি এলেও বৃদ্ধ সরে যাননি। এতে ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে তার নাতি জামালপুর রেলওয়ে স্টেশনে কর্মরত স্ইুপার ফকির বাসরাফোর তাকে শনাক্ত করেন। নিহত ওই ব্যক্তির নাম গঙ্গারাম বাসফোর। প্রায় ১২ বছর আগে তিনি মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুইপারের চাকরি থেকে অবসর নেন। তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে সুইপার পদে কর্মরত তার মেয়ে নাজমা বাসফোরের বাসায় থাকতেন। খবর পেয়ে জামালপুর জিআরপি থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের নাতি ফকির বাসফোর জিআরপি পুলিশ ও সাংবাদিকদের জানান, তার নানা গঙ্গারাম বাসফোর মাদারগঞ্জে মেয়ের বাসা থেকে রাগ করে চলে আসছিলেন। কিন্তু শেখেরভিটায় রেলাইনে যাওয়ার কোনো কারণ জানা যায়নি। জামালপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র প-িত জনকণ্ঠকে জানান, শেখেরভিটায় ট্রেনে কাটাপড়ে নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
×