ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব ॥ প্রশাসনের কর্মকর্তাদের ছুটি বাতিল

প্রকাশিত: ০৩:২১, ৮ নভেম্বর ২০১৯

ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব ॥ প্রশাসনের কর্মকর্তাদের ছুটি বাতিল

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ঘূর্ণিঝড়ে বুলবুলের প্রভাবে সাগর ও নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলাসহ উপকূলী এলাকায় আজ শুক্রবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। তার সাথে থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে। তবে নদী এখনো উত্তাল হয়ে উঠেনি। এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাব মোকাবেলায় করতে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোলা রেডক্রিসেন্টের সদস্যরা স্থানীয় মানুষকে সর্তক করতে মাইকে প্রচারনা চালাচ্ছেন। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি সভা করেছে। ওই সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাহামুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মীর্ধা মুজাহিদুল ইসলাম, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা সহ রেড ক্রিসেন্ট, সিপিপির কর্মী সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক জানান, দুযোর্গ মোকাবেলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলায় ৬৬৮টি আশ্রয় কেন্দ্র ও ৩৯টি মুজিব কেল্লা রয়েছে। আশ্রয় কেন্দ্র গুলো প্রস্তুত রাখা হয়েছে জনগনের ব্যবহারের জন্য। ১৩ হাজার সেচ্ছাসেবী মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সর্তক করছেন। ৯২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত ত্রানসামগ্রী ও শুকনা খাবার,চাল,টিন মজুদ রয়েছে। দুর্যোগকালিন সময়ে প্রশাসনের সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। যারা ছুটিতে রয়েছে তাদের চলে আসার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
×