ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে সীমান্তের ওপারে বিএসএফ এর গুলিতে নিহত ১

প্রকাশিত: ০২:৩১, ৮ নভেম্বর ২০১৯

ঝিনাইদহে সীমান্তের ওপারে বিএসএফ এর গুলিতে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তের ওপারে বিএসএফ এর গুলিতে মো: সুমন (২৫) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে লড়াইঘাট সীমান্তের ওপারে আনুমানিক ৩শ’ গজ ভিতরে ভারতের নদীয়া জেলার হাসখালী থানার শীলগেইট নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী সুমন মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবির উপ-অধিনায়ক কামরুল হাসান জানান, চোরাকারবারিরা ভারত থেকে গরু নিয়ে ফিরছিল। সেসময় নদীয়া জেলার হাসখালী থানার শিলগেইট নামক স্থানে বিএসএফ ০১ রাউন্ড ফায়ার করেছে। এতে এক গরু চোরাকারবারি নিহত হয়েছে। নিহত গরু চোরাকারবারি ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়ার আব্দুল মান্নানের ছেলে বলে জানা গেছে। বিজিবির লড়াইঘাট বিওপির বিপরীতে বিএসএফ এর পাখিউড়া ক্যাম্পের দায়িত্বপুর্ণ এলাকার ৬০/১৩৩-১৩৪-আর পিলার এর মাঝখানে হাসখালী থানার শিলগেইট নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহতের মৃতদেহ বিএসএফ এর পাখিউড়া ক্যাম্প ও হাসখালী থানা পুলিশের হেফাজতে আছে। পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মৃতদেহ ফেরত আনার চেষ্টা করা হচ্ছে।
×