ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাবে নৌ-যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ০২:০১, ৮ নভেম্বর ২০১৯

হাতিয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাবে নৌ-যোগাযোগ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ৪নং সতর্ক সংকেতের আওতায় থাকায় আজ শুক্রবার দুপুরের পর থেকে সকল ধরনের নৌ- যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল থেকে হাতিয়ার বিভিন্ন অঞ্চলে একটি করে সিগ্যনাল পতাকা উত্তোলন করা হয়েছে। এদিকে রাত থেকে হাতিয়ায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ অনেকটা মেঘলা আকার ধারন করায় দিনের বেলায় ও অন্ধকার নেমে এসছে। সকল নৌযানকে পরবর্তী নির্দ্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। হাতিয়ার সাথে মূল ভূ-খন্ডের যোগাযোগের মাধ্যম সিট্রাকসহ সকল যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছেন প্রশাসন। হাতিয়ার নিঝুমদ্বীপ সহ বিচ্ছিন্ন চরাঞ্চলে সিঘ্যানাল পতাকা উত্তোলন ছাড়াও স্থানীয় প্রশসনকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-আলম জানান দূর্যোগ মোকাবেলায় সকল ইউপি চেয়ারম্যানকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
×