ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে ৫০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের উদ্যোগ

প্রকাশিত: ০৭:০১, ৭ নভেম্বর ২০১৯

ঝালকাঠিতে ৫০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের উদ্যোগ

নিজস্ব সংবাদ দাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উদযাপনকে সামনে রেখে ৫০ লক্ষাধিক টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের সুগন্ধা মিলনায়তনে মুজিবর্ষ উদযাপন সংক্রান্ত এক বিশেষ সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শহরের পেট্টোলপাম্প মোড়ে ভাস্কর্যটি স্থাপন করা হবে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এছাড়া সভায় শহরের ফায়ারসার্ভিস মোড়ে ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করে মুজিবর্ষের ক্ষণগণনা (কাউন্ট ডাউন) শুরু করা হবে। ঝালকাঠির জেলা প্রশাাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা মেজিস্টেড নাহিদা আক্তার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, এনএসআই’র উপপরিচালক আবদুল কাদের, চেম্বার সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক ও সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×