ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৬:৫৪, ৭ নভেম্বর ২০১৯

কুষ্টিয়ায় হত্যার দায়ে এক আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় ভায়রাকে হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম লালন গাজী (৩৫)। আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লালন মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের মৃত মকবুল গাজীর ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। আদালত সূত্র জানায়, দীর্ঘদিনের বিবাদের জের ধরে ২০১৭ সালের ১৪ মার্চ দুপুরের দিকে মিরপুর উপজেলার খন্দরবাড়িয়া পৌর পশুহাটের পানবাজার এলাকায় ভায়রা চেনি মোল্লাকে হাতুড়ি দিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত করেন আসামি লালন গাজী। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চেনি মোল্লাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই মিরাজুল ইসলাম মেনি মোল্লা বাদী হয়ে মিরপুর থানায় লালন গাজীকে এক নম্বর আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে একই বছরের ৩১ আগস্ট লালনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ সাক্ষী শুনানী শেষে মামলার একমাত্র আসামি লালনের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদন্ড প্রদান করেন আদালত।
×