ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৮ ফুট লম্বা হওয়ায় লক্ষ্ণৌতে থাকার জায়গা নিয়ে বিড়ম্বনায় কাবুলবাসী

প্রকাশিত: ০৩:৫৫, ৭ নভেম্বর ২০১৯

৮ ফুট লম্বা হওয়ায় লক্ষ্ণৌতে থাকার জায়গা নিয়ে বিড়ম্বনায় কাবুলবাসী

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের আট ফুট লম্বা এক নাগরিক ভারতের লক্ষ্ণৌ শহরে এসে থাকার জায়গা নিয়ে বিড়ম্বনায় পড়েছিলেন। চলমান আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের এক দিনের ক্রিকেট সিরিজ দেখতে তিনি লক্ষ্ণৌতে এসেছেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে। কিন্তু উচ্চতার কারণে থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি। উপযুক্ত কোনো বাসস্থান খুঁজে পাচ্ছিলেন না। শের খানের উচ্চতা আট ফুট দুই ইঞ্চি। মঙ্গলবার লক্ষ্ণৌতে এসে বেশ কয়েকটি হোটেল ঘুরেও থাকার জায়গা পাননি তিনি। উচ্চতার কারণে কোনো হোটেলই তাকে রুম দিতে রাজি হয়নি বলে অভিযোগ। নতুন শহরে একা ঘুরে বেড়িয়ে হতাশ শের খান শেষে সাহায্যের আশায় পুলিশের কাছে যান। পুলিশ তাকে শহরের নাকা এলাকার হোটেল রাজধানীতে নিয়ে যায়। সেখানেই মঙ্গলবার রাতে ছিলেন তিনি। বুধবার হোটেলের মালিক রানু বার্তা সংস্থা এএনআইকে বলেন, “তাকে দেখতে প্রায় ২০০ জনের মতো লোক এসে হাজির হয়েছে। সে খুব বিরক্তবোধ করছে।” হোটেলের সামনে লোকজন জড়ো হয়ে থাকায় পুলিশ শের খানকে পাহারা দিয়ে স্টেডিয়ামে নিয়ে যায়। বুধবারের ওই ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে সাত উইকেটে হেরেছে আফগানিস্তান। খান লক্ষ্ণৌয়ে চার থেকে পাঁচ দিন থাকবেন বলে জানিয়েছেন রানু।
×