ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে শিশু জিসানকে নির্যাতনকারী মূল হোতা গ্রেফতার

প্রকাশিত: ০৭:২৩, ৬ নভেম্বর ২০১৯

হবিগঞ্জে শিশু জিসানকে নির্যাতনকারী  মূল  হোতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নবীগঞ্জ, হবিগঞ্জ ॥ হবিগঞ্জের উপজেলা নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী সুমনা আক্তার ও মৃত সুফি মিয়ার ৬ বছর বয়সী শিশু জিসানকে উলঙ্গ করে অমানুষিক নির্যাতনের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নিয়ে জেলা জুড়ে সৃষ্টি হয়েছে তোলপাড়। তবে এরই মধ্যে শিশু জিসানকে উদ্ধার এবং এই ঘটনার মূল হোতা বিয়ে পাগল স্বপন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা এক জরুরী প্রেস ব্রিফিংয়ে জানান, ওই শিশুটির পিতা ইন্তেকালের পর উপায়ন্তর না পেয়ে দাদা-দাদী সহ দেবর স্বপনের কাছে জিসান সহ তার অপর এক ভাইকে রেখে জীবিকার তাগিদে মা সুমনা গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। এদিকে সৌদি যাবার আগে দেবর স্বপনকে ১টি অটো রিক্সা, নগদ ৪০ হাজার টাকা ও ১টি মোবাইল সেট দিয়ে গিয়েছিল সুমনা। কথা ছিল তার সন্তানদেরকে যেন স্বপন ভালভাবে দেখে রাখে এবং ওরা যাতে কোন কষ্ট না হয়। অথচ সুমনা সৌদি যাবার ২ মাসের মধ্যেই স্বপন ও তার পরিবারের সদস্যরা শিশু জিসানের ওপর নানা অজুহাতে শুরু করে শারিরিক নির্যাতন। আর এই নির্যাতনের চিত্র ভিডিও করে স্বপন ক্রমান্বয়ে সৌদি প্রবাসী মা সুমনার নিকট পাঠাতো। ফলে এই ধরনের নির্যাতন থেকে সন্তানদেরকে রক্ষায় সুমনা সৌদি থেকে একাধিকবার স্বপনকে মোটা অংকের টাকা পাঠিয়ে দিতেন। জিসানের ওপর চালানো এমনই একটি ভয়াবহ নির্যাতনের ভিডিও চিত্র ইমোর মাধ্যমে সম্প্রতি সুমনার কাছে পাঠালে তা সইতে না পারায় সংশ্লিস্ট সৌদি মালিককে সুমনা বিষয়টি অবহিত করেন। সৌদি মালিক সুমনাকে দেশে আসার সুযোগ দেন। এরই ফলশ্রুতিতে গত ২ নবেম্বর সুমনা দেশে এসে হবিগঞ্জের সেই বাড়ীতে যান এবং তিনি জিসানের ওপর চালানো নির্যাতনের দৃশ্য স্বচক্ষে দেখে তা স্থানীয় প্রতিবেশীদের জানান। স্থানীয় মুরব্বীগণ জিসানকে উদ্ধার করে প্রাণরক্ষায় তাকে নানার বাড়ী পাঠিয়ে দেন। এরই মধ্যে শিশু জিসানকে নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে পুলিশের উচ্চ পর্যায় থেকে এ নিয়ে নাড়াচাড়া শুরু হলে স্থানীয় পুলিশও তৎপর হয়। ফলে আজ বুধবার ভোর রাতে মূল হোতা স্বপনকে তার শশুর মাসুক মিয়ার বাড়ি জেলার বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রাম থেকে আটক করতে সচেষ্ট হয়। এ ব্যাপারে এসপি মোহাম্মদ উল্ল্যা আরো বলেন, মা সুমনা ইতিমধ্যে নির্যাতনে অভিযোগ এনে স্বপনের বিরুদ্ধে মামলা করার পর স্বপনকে গ্রেফতার করা হয়। এসপি মোহাম্মদ উল্ল্যা প্রেস ব্রিফিং চলাকালে নির্যাতনের শিকার শিশু জিসান, তার মা সুমনা ও একভাই সহ গ্রেফতারকৃত স্বপনকেও সাংবাদিকদের সম্মুখে হাজির করেন। তিনি জানান, তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে, সহসাই জিসান নির্যাতনের প্রকৃত চিত্র যেমন বেরিয়ে আসবে, তেমনি ভিডিও ধারনকারী বা এই ঘটনার সাথে আরও কারা যুক্ত তাদেরকেও শনাক্ত করা সম্ভব হবে। তিনি বলেন, শিশু নির্যাতনের মতো এমন ঘটনাগুলোর বিষয়ে গুরুত্ব দেয়া না হলে এমন অপরাধ আরও বৃদ্ধি পাবে। ফলে হবিগঞ্জ পুলিশ জিসান নির্যাতনের বিষয়টি জিরো ট্রলারেন্স নিয়ে কাজ করবে।
×