ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় সাত রোহিঙ্গা গ্রেফতার

প্রকাশিত: ০৩:১৭, ৬ নভেম্বর ২০১৯

পটিয়ায় সাত রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অভিযান চালিয়ে সাত রোহিঙ্গা নাগরিককে পুলিশ গ্রেফতার করেছে। তারা হলেন-রোহিঙ্গা নাগরিক মো. ইলিয়াছ (২২), জহির আলম(৩০), মো. রফিক (২৮), আলী হোসেন (২২), মোহাম্মদ রফিক (৩৭), মো. সাকের (২৮) ও সামশুল আলম (৪০)। আজ বুধবার ভোর রাতে এসব রোহিঙ্গাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানান, উপজেলার বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা এতদিন বসবাস করলেও সাম্প্রতিক সময়ে পুলিশের টানা অভিযানে তারা গা-ঢাকা দিয়েছে। তবে কিছু কিছু এলাকায় রোহিঙ্গা রয়েছে। প্রায় দুইশ রোহিঙ্গা পরিবার স্বেচ্ছায় কক্সবাজার ক্যাম্পে ফিরে গেছে। কচুয়াই এলাকায় পটিয়া থানার এসআই মো. জাহাঙ্গীরের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে সাত রোহিঙ্গাকে গ্রেফতার করেন। পটিয়া থানার ওসি (তদন্ত) জাব্বারুল ইসলাম জানিয়েছেন, রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে বসবাস করার অপরাধে বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইন ১৯৪৬ এর ১৪ ধারায় একটি মামলা করা হয়েছে। এই অভিযান অব্যাহত রাখবেন বলে জানান।
×