ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোচিং সেন্টার পরিচালনার দায়ে মাদ্রাসা শিক্ষকের সাত দিনের কারাদন্ড

প্রকাশিত: ০২:৩৫, ৪ নভেম্বর ২০১৯

কোচিং সেন্টার পরিচালনার দায়ে মাদ্রাসা শিক্ষকের সাত দিনের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ সরকারি নিয়ম উপেক্ষা করে রাতের বেলা মাদ্রাসা কক্ষে ছাত্রীদের জড়ো করে কোচিং সেন্টার পরিচালনার দায়ে মোস্তফাপুর শামসুন্নাহার বালিকা দাখিল মাদ্রাসার আইসিটি বিষয়ের শিক্ষক রেজাউল করিমকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রবিবার রাতে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত এ দন্ড দিয়েছেন। জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালীন সরকারিভাবে কোন ধরনের কোচিং সেন্টার পরিচালনা থেকে নিষেধাজ্ঞা রয়েছে।
×