ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অর্থনীতির ৪টি খাতে মনোযোগ দেয়া প্রয়োজন : সিপিডি

প্রকাশিত: ০৫:৩৭, ৩ নভেম্বর ২০১৯

অর্থনীতির ৪টি খাতে মনোযোগ দেয়া প্রয়োজন : সিপিডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের অর্থনীতির চারটি খাত চিহ্নিত করেছে যেখানে মনোযোগ দেয়া প্রয়োজন বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এই চারটি ক্ষেত্র হলো রাজস্ব সংগ্রহের হার, ব্যাংকিং খাত, পুঁজি বাজার এবং মজুরির ভারসাম্য। রবিবার সিরডাপ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতি’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করে সিপিডি। রাজস্ব সংগ্রহের ব্যাপারে সিপিডির প্রতিবেদনে বলা হয়, ২০১৯-২০ অর্থবছরের এক চতুর্থাংশ সময়ে বাংলাদেশের অর্থনীতিতে খুব আশাব্যঞ্জক ফলাফল দেখা যায় নি। এর ফলে এবছরের রাজস্ব ঘাটতির পরিমাণ গত অর্থ বছরের চেয়েও বেশি হবে বলে আশঙ্কা করছেন সিপিডির বক্তারা। ব্যাংকিং খাতের পরিচালনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সিপিডি। তারা বলেন, ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রেই দূর্বলতা দেখা দিয়েছে। সিপিডির পক্ষ থেকে বলা হয়, “পুঁজি বাজারের অস্থিতিশীলতাও বেড়েছে। গত অর্থবছরের তুলনায় এবছর অনেক কম সংখ্যক প্রতিষ্ঠান লভ্যাংশ দিচ্ছে।” তারা আরও বলেন, “জেড ক্যাটাগরি শেয়ারের দাম অস্বাভাবিক রকম বেড়ে গেছে।”
×