ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হ্যালোউইনে গোলাগুলির পর ‘পার্টি হাউস’ নিষিদ্ধ এয়ারবিএনবির

প্রকাশিত: ০৩:৪৭, ৩ নভেম্বর ২০১৯

হ্যালোউইনে গোলাগুলির পর ‘পার্টি হাউস’ নিষিদ্ধ এয়ারবিএনবির

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভাড়া করা একটি বাড়িতে হ্যালোউইন পার্টিতে গোলাগুলিতে পাঁচ জনের মৃত্যুর পর ‘পার্টি হাউসেস’ নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে এয়ারবিএনবি। ওই বাড়িটি এই অনলাইন কোম্পানির মাধ্যমেই ভাড়া নেওয়া হয়েছিল বলে জানিয়েছে বিবিসি। এক টুইটে এয়ারবিএনবি-র সিইও ব্রায়ান চেসকি জানিয়েছেন, কোম্পানিটি ‘অননুমোদিত পার্টির এবং আপত্তিকর হোস্ট এন্ড গেস্ট কনডাক্টের বিরুদ্ধে লড়াইয়ের’ পদক্ষেপ নিবে। “আমাদের অবশ্যই আরও ভাল করতে হবে এবং আমরা করবো। এটি অগ্রহণযোগ্য,” টুইটে বলেছেন তিনি। সান ফ্রান্সিসকোর কাছে ওরিনডা শহরের ওই বাড়িতে বৃহস্পতিবার রাতে গোলাগুলিতে তিন জন নিহত হয়, পরে শুক্রবার হাসপাতালে আরও দুই জনের মৃত্যু হয়। ছোট একটি গোষ্ঠীর নাম করে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল বলে জানা গেছে। পরে বাড়িটিকে একটি হ্যালোউইন পার্টির স্থান হিসেবে ইনস্টাগ্রামে প্রচার দেওয়া হয়। এর ফলে সেখানে শতাধিক লোক এসে জড়ো হয়। এই পার্টি আয়োজন করার অনুমতি আয়োজকদের ছিল না বলে জানিয়েছে এয়ারবিএনবি। যারা মারা গেছেন তাদের সবার বয়স ৩০ এর নিচে। শনিবার পর্যন্ত এ ঘটনার কোনো সন্দেহভাজনকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই বাড়িতে দুটি বন্দুক পেয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। প্রবল ঝুঁকি আছে এ ধরনের রিজার্ভেশনের ক্ষেত্রে এয়ারবিএনবি আগত প্রত্যেককে তল্লাশীর আওতায় আনা ও নিবেদিত ‘পার্টি হাউস’ র‌্যাপিড রেসপন্স টিম গঠন করবে বলে চেসকি জানিয়েছেন। তাদের নীতি ভঙ্গকারী ব্যবহারকারীদের বিরুদ্ধে কোম্পানি ব্যবস্থা নিবে বলে বলেও জানিয়েছেন তিনি। এই নির্বিচার হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসোম বন্দুক নিয়ন্ত্রণ আইন করার জন্য মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।
×