ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিয়ার তেল ক্ষেত্রগুলোর মায়া ছাড়তে পারছে না ওয়াশিংটন ॥ ল্যাভরভ

প্রকাশিত: ০১:০৭, ৩ নভেম্বর ২০১৯

সিরিয়ার তেল ক্ষেত্রগুলোর মায়া ছাড়তে পারছে না ওয়াশিংটন ॥ ল্যাভরভ

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বিরোধী যুদ্ধে আমেরিকার ভ্রুক্ষেপহীনতার কথা উল্লেখ করে বলেছেন, ওয়াশিংটন শুধুমাত্র সিরিয়ার তেল ক্ষেত্রগুলোর দিকে দৃষ্টি কেন্দ্রীভূত করেছে। সম্প্রতি তিনি ‘রাশা২৪’ নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেন, মার্কিন সরকার চুরি করে সিরিয়ার তেল বাইরে পাচার করে দিচ্ছে। তেল চোরাচালানের অর্থ দিয়ে ওয়াশিংটন সিরিয়ায় নিজের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রতিপালন করছে বলেও জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মার্কিন সরকার এখন তার নিয়ন্ত্রিত তেল ক্ষেত্রগুলোতে সিরিয়া সরকারকে প্রবেশ করতে দিচ্ছে না। এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার বলেছিলেন, মার্কিন সরকার সিরিয়ার উত্তরাঞ্চলে নিজের নিয়ন্ত্রিত এলাকার তেল চুরি করে মাসে তিন কোটি ডলার অর্থ আয় করছে। আমেরিকা কথিত দায়েশ বিরোধী যুদ্ধের অজুহাতে সিরিয়ায় বলপূর্বক সেনা মোতায়েন করেছে। সাম্রাজ্যবাদী মার্কিন সরকার এ কাজে জাতিসংঘ বা সিরিয়া সরকারের অনুমতি নেয়ার প্রয়োজন মনে করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকার করেছেন, সিরিয়া ও ইরাকে দায়েশের মতো জঙ্গি গোষ্ঠীগুলোর উত্থানের জন্য ওয়াশিংটন দায়ী। মার্কিন সরকারের রাষ্ট্রীয় প্রতিবেদনগুলোতেই বলা হয়েছে, সিরিয়ায় তৎপর বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে শত শত কোটি ডলারের সমরাস্ত্র তুলে দিয়েছে ওয়াশিংটন।
×