ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিগারেট হাতে বাসের হেল্পার, জরিমানা

প্রকাশিত: ০৯:৩৯, ২ নভেম্বর ২০১৯

সিগারেট হাতে বাসের  হেল্পার, জরিমানা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া রুটে একটি বাসের হেল্পার প্রকাশ্যে ধুমপান করার অপরাধে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান্য আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান গাড়ির হেল্পার মো. ফারুক হোসেনকে (৪৫) ৫শ টাকা জরিমানা করেন। সে বাঁশখালী উপজেলার মোহাম্মদ হোসেনের পুত্র। জানা গেছে, প্রায় সময় মহা সড়কের বিভিন্ন পরিবহনে হেল্পার ও গাড়ি চালককে ধুমপান করে থাকেন। জাতীয় সমবায় দিবস উপলক্ষে পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার একটি র‌্যালি বের করা হয়। ওই সময় মহা সড়কে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস (চট্টমেট্রো জ-১১-০৮৭৪) পটিয়া উপজেলা পরিষদের গেইট এলাকায় পৌছলে গাড়ির হেল্পার ফারুকের হাতে সিগারেট দেখতে পান। তিনি (ইউএনও) গাড়িটি থামানোর জন্য সিগন্যাল দেন। পরে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০০৫ এর ৭ (ক) এর ২ ধারা অনুযায়ী গাড়ির হেল্পারকে ৫শ টাকা জরিমানা করেন। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানিয়েছেন, প্রকাশ্যে ধুমপান করার দায়ে গাড়ির হেল্পারকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে। এই ধরনের অভিযান অব্যাহত রাখবেন বলে জানান।
×