ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নেত্রকোনা সীমান্তে ৫৩টি ভারতীয় গরু আটক

প্রকাশিত: ০৮:৫২, ২ নভেম্বর ২০১৯

নেত্রকোনা সীমান্তে ৫৩টি ভারতীয়  গরু আটক

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী লেঙ্গুরা ইউনিয়নের কালাপানি এলাকা থেকে ৫৩টি ভারতীয় গরু আটক করেছেন টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। শুক্রবার রাত দুইটার দিকে গরুগুলো আটক করা হয়। জানা গেছে, গভীর রাতে সংঘবদ্ধ চোরাকারবারিরা কালাপানি নামক স্থানের ১১৭১/৮ এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে গরু আমদানি করছিল। এ সময় সীমান্তে টহলরত নেত্রকোনা-৩১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৫৩টি গরু আটক করেন। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। বিজিবি’র লেঙ্গুরা বিওপির সুবেদার মোকছেদ আলী বিষয়ের সত্যতা স্বীকার করে জানান, আটক গরুগুলো কাস্টমস্ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ৫৩টি গরুর দাম আনুমানিক সাড়ে ১৫ লাখ টাকা।
×