ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে অস্ত্র ও নোহাগাড়িসহ ৫ সন্ত্রাসী আটক

প্রকাশিত: ০৮:৫২, ২ নভেম্বর ২০১৯

সীতাকুন্ডে অস্ত্র ও নোহাগাড়িসহ ৫ সন্ত্রাসী আটক

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারি ইউনিয়নের ২নং ওয়ার্ড জাহানাবাদ সম্মেলনস্থল থেকে অস্ত্র ও নোহাগাড়িসহ ৫ সন্ত্রাসীকে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার সন্ধ্যায় সম্মেলন চলাকালীন সময়ে একটি নোহা গাড়িসহ সম্মেলনস্থলে হামলার উদ্দ্যোশে আসলে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন মডেল থানার ওসি তদন্ত মো.শামীম শেখ। আটককৃতরা হলেন ৭১ক্লাবের সদস্য খাদেম পাড়া এলাকার রফিকের পুত্র আবদুল নুর বাবু(২৬),মাজার গেইট নুর আলমের পুত্র মো.মিজান(২৩),চট্টগ্রাম জেলার পটিয়া এলাকার তপনের পুত্র টিপু(২২),দোহাজারি থানার কাগোরিয়া গ্রামের মো.ইসমাইলের পুত্র রিদোয়ান(৩০) ও কক্সবাজার ঈদ গাঁ এলাকার নাছির উদ্দিনের পুত্র মো.হেলাল(২৭)। আটককৃতদের কাছ থেকে পুলিশ একটি বিদেশী রিভালভার ও একটি ধামাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেন। জানা যায়,উপজেলার ভাটিয়ারি জাহানাবাদ এলাকায় পূর্ব নির্ধারিত সম্মেলনের তারিখ ছিল। সম্মেলনস্থলে ইউনিয়ন ও থানার নেতারা ব্যস্ত ছিল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন কি সিলেকশনে হবে না ভোটাভোটি হবে। ঠিক ঐ মহুত্বে সাধারণ সম্পাদক পদ প্রার্থী স্থানীয় ৭১ ক্লাবের উপদেষ্ঠা মুসলিম উদ্দিনের ভাড়াড়ে সন্ত্রাসীরা একটি নোভা গাড়ি নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হন। সন্দেহতিত বিষয়টি উপস্থিত নেতাদের জানালে উনারা গাড়িটি চেক করতে বলে। আর এ সময় শুরু হয় অস্ত্রের প্রদর্শন,তবে স্থানীয়রা তাৎক্ষনিক গাড়িতে থাকা ১২ জনকে আটক করতে না পারলেও ৫ জনকে ধরে ফেলে এবং গাড়িতে থাকা অস্ত্র দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে অবগত করেন। পুলিশ গিয়ে গাড়িটি জদ্ব করে এবং অস্ত্রসহ ৫ আসামিকে আটক করেন। এ বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক প্রার্থী ও ৭১ ক্লাবের উপদেষ্ঠা মুসলিম উদ্দিন বলেন,‘আমি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম ঠিক,কিন্তু এসকল সন্ত্রাসীরা কার মাধ্যামে আসছে আমি তা জানি না।’ অপরদিকে আরেক সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলাম রনি বলেন,“আমার বিরোধী প্রার্থী মুসলিম পরাজয় জেনে ৭১ ক্লাবের সদস্য জামায়াতের অনুপ্রবেশকারি সন্ত্রাসী আব্দুল নুরকে দিয়ে শহর থেকে অস্ত্রসহ ভাড়া করা সন্ত্রাসী নিয়ে আছে। স্থানীয়রা অস্ত্রসহ ভাড়া নোভাগাড়ি ও পাঁচ সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছে। উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস.এম.ইউসুফ ও গাজী দিদার আমার বিরোধী পক্ষকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। এসকল জামায়াতের অনুপ্রবেশকারি সঠিক বিচার দাবি করছি। পাশাপাশি দলে থাকা নেতাদেরও আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করা দরকার বলে আমি মনে করি।” এ সকল বিষয়ে জানতে চাইলে সীতাকু- থানার ওসি মো.ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,“আমরা একটি রিভালভার ও একটি ধামাসহ ৫ সন্ত্রাসীকে আটক করেছি। এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রস্ততি চলছে এবং কাদের মাধ্যামে এরা এখানে আসলো তাও তদন্ত প্রক্রিয়াধীন।”
×