ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউরোপে মেডিকেল পড়ার সুযোগ

প্রকাশিত: ০৬:০৯, ৩ নভেম্বর ২০১৯

 ইউরোপে মেডিকেল পড়ার সুযোগ

ইউরোপে মেডিকেল শিক্ষার অপার সুযোগ এসেছে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য। পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের দোনেট্কস ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে (ডিএনএমইউ) রয়েছে এই সুযোগ। ১৯৩০ সালে প্রতিষ্ঠিত এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১৩৭টি বিভাগ রয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থার র‌্যাংকিং অনুযায়ী এটির অবস্থান বিশ্বে ১৫তম। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান, ইসরায়েল, নরওয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, জার্মানি, স্পেন, ফ্রান্স, মালয়েশিয়া, ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, পেরু, সংযুক্ত, আরব আমিরাত, বাংলাদেশ, কুয়েত, জর্দান, থাইল্যান্ড, ভিয়েতনামসহ বিশ্বের ৯৬টি দেশের ৪ হাজার, ২০০ শিক্ষার্থী রয়েছে এখানে। ডিএনএমইউর মেডিকেল ডিগ্রী বিশ্বস্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো, পিএলইউবি (ইউকে), ইউএসএমএলই (যুক্তরাষ্ট্র), ইউরোপিয়ান মেডিকেল কাউন্সিল, মেডিকেল কাউন্সিল অব আফ্রিকা এ্যান্ড এশিয়ান কান্ট্রিজ কর্তৃক অনুমোদিত। এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস হতে হবে। পড়াশোনার মাধ্যম ইংরেজী হলেও বাংলাদেশী শিক্ষার্থীদের আইএলটিএসের প্রয়োজন নেই। এমবিবিএস ডিগ্রী অর্জনের পর শিক্ষাথীদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে বসবাসের সুযোগ পাবে। আগামী জানুয়ারি সেশনের জন্য এই বিশ্ব¦বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সার্কভুক্ত দেশসমূহের শিক্ষাথীদের কথা ভেবে ডিএনএমইউ ঢাকায় আঞ্চলিক কার্যালয় স্থাপন করেছে। যোগাযোগ : সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিআইএস), বাড়ি-২৭, রোড-২ সেক্টর-৯, উত্তরা, ঢাকা। ফোন-০১৬৪২০২০২৭৯, ০১৬৭৭৫৫৩৭৩৮। ক্যাম্পাস প্রতিবেদক
×