ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের ‘সর্বোচ্চ পরাজয়’ ঘটেছে ॥ জারিফ

প্রকাশিত: ০০:১১, ২ নভেম্বর ২০১৯

আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের ‘সর্বোচ্চ পরাজয়’ ঘটেছে ॥  জারিফ

অনলাইন ডেস্ক ॥ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের ওপর আমেরিকার নয়া নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই নিষেধাজ্ঞা প্রমাণ করছে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের যে নীতি আমেরিকা গ্রহণ করেছে তার ‘সর্বোচ্চ পরাজয়’ ঘটেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় সম্প্রতি ইরানের নির্মাণ খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী জারিফ নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, “অর্থনৈতিক সন্ত্রাসবাদে নির্মাণ শ্রমিকদের টার্গেট করার অর্থ ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি ‘সর্বোচ্চভাবে’ ব্যর্থ হয়েছে। আমেরিকার এই বলদর্পী আচরণের বিরুদ্ধে ইরানি জনগণ কঠোর অবস্থানে থাকার সংকল্প পুনর্ব্যক্ত করেছে বলে তিনি উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা তার দেশের প্রতিটি নারী, পুরুষ ও শিশুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও তারা কখনো মার্কিন সরকারের বলদর্পিতার সামনে মাথানত করবে না। জারিফ আমেরিকাকে তার এই ব্যর্থ নীতি পরিহার করে ঐতিহাসিক পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানান। ২০১৫ সালে আমেরিকাসহ ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরান ওই সমঝোতা সই করেছিল। সমঝোতার ভিত্তিতে ইরান নিজের পরমাণু কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করে; পক্ষান্তরে পশ্চিমা দেশগুলো ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে ২০১৮ সালের মে মাসে ওই পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নিয়ে তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন।
×