ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সাকিবের শাস্তি কমিয়ে দেওয়ার অনুরোধ জানানো হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৯:৫২, ১ নভেম্বর ২০১৯

সাকিবের শাস্তি কমিয়ে দেওয়ার অনুরোধ জানানো হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, ক্রিকেট আইন অনুযায়ী সে ব্যাপারে আপীল করার কোন সুযোগ নেই। তবে বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে আইসিসি যে শাস্তি দিয়েছে তা সম্পূর্ণ না হলেও কমিয়ে দেওয়ার জন্য আমরা দেশের ১৬ কোটি মানুষের পক্ষ থেকে আইসিসি’কে অনুরোধ জানাবো। এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ইতোমধ্যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে গাজীপুরে শ্রীপুর উপজেলার মাওনা সিঙ্গারদিঘী এলাকাস্থিত প্লেজার হারবার ইন্টারন্যাশনাল স্কুল মাঠে আয়োজিত আন্তঃস্কুল ফুটবল টুর্ণামেন্টের (পিএইচআইএফটি) উদ্বোধনী অনুষ্ঠাণ শেষে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সাকিবকে যে শাস্তি দেওয়া হয়েছে, এখানে তার গুরুতর অপরাধ নেই। তার শুধুমাত্র অপরাধ ছিল বিষয়টি সে সংশ্লিষ্ট কর্তপক্ষকে অবহিত করেনি। তবে যা-ই হোক, আমি মনে করি আরো শক্তি সঞ্চয় করে সাকিব আমাদের মাঝে ফিরে আসবে। সে যেভাবে বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার হয়েছে, সেভাবে সাকিব আবারও তার আসনটি পুনরুদ্ধার করবে। উদ্বোধনী অনুষ্ঠাণে বিশেষ অতিথি হিসেবে ভিয়েলা টেক্স গ্রুপের চেয়ারম্যান ডেভিড হাসনাতসহ প্রায় ৪০টি স্কুলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। প্লেজার হারবার ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা বিভাগের ডীন আবিদ জানান, নক আউট পদ্ধতিতে এ টুর্ণামেন্টে স্কলাস্টিকা, হোপ ইন্টারন্যাশনাল বিআইটি সিঙ্গপুর ইন্টারন্যাশনাল, আগাখান, সানসাইন গ্রামার ও চট্রগ্রাম গ্রামার স্কুলসহ ২১টি স্কুলের ৩৭টি দল অংশ গ্রহণ করে। তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণকারী ৩৭টি দলের মধ্যে নারীদের ৬টি দল রয়েছে। প্রতিটি দলে ৬জন করে খেলোয়াড় অংশ নেয়। শনিবার টুর্ণামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
×