ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

একদিন পরেই শেয়ারবাজারে সূচকের পতন

প্রকাশিত: ০৭:৩৯, ৩১ অক্টোবর ২০১৯

 একদিন পরেই শেয়ারবাজারে  সূচকের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ তিন কার্যদিবস পর বুধবার উত্থান হলেও বৃহস্পতিবার তা ধরে রাখতে পারেনি শেয়ারবাজার। উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেনও। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। লভ্যাংশ ঘোষণা করার পর দিনটিতে বস্ত্র খাতের বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। তবে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানিগুলোর দিনটিতে দর হারিয়েছে বেশি। জানা গেছে, আগের দিনের উর্ধগতি দিয়ে ডিএসইর লেনদেন শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পরে শেয়ার বিক্রির চাপ বাড়ে। দিনভর ওঠানাম শেষে ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স ০.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৩ পয়েন্টে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২৮ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪০৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৫৮ কোটি বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪৭ কোটি ২৯ লাখ টাকার। ডিএসইতে ৩৫০টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮৫ টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১২৬টির এবং ৪১টি শ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল টিউবসের। এদিন কোম্পানিটির ১৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা সোনারবাংলা ইন্স্যুরন্সের ১৩ কোটি ৫৯ লাখ টাকার এবং ১৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে নর্দার্ন জুট। ডিএসইর সার্বিক লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : ব্র্যাক ব্যাংক, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, ভিএফএস থ্রেড ডাইং, স্টাইলক্রাফট, ওয়াটা কেমিক্যাল, স্ট্যান্ডার্ড সিরামিক এবং প্রিমিয়ার ব্যাংক। ব্লক মার্কেটে সারাদিনে মোট ১০ কোম্পানির ৪৬ কোটি ৯৯ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯০ লাখ ৯০ হাজার ৩৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন ডাচ-বাংলা ব্যাংকের ৩২ কোটি ১৯ লাখ টাকার। এছাড়া উত্তরা ফিন্যান্সের ৬ কোটি ৫৪ লাখ, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ২ কোটি ৪৮ লাখ, বিএটিবিসির ২ কোটি ২৪ লাখ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১২ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৪২ লাখ, প্রাইম ব্যাংকের ১ কোটি ৪১ লাখ, পূবালী ব্যাংকের ৪৮ লাখ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৯০ লাখ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২২২ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩২টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর। ১৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×