ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাহজালালে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি সোনা উদ্ধার

প্রকাশিত: ০৭:৩৫, ৩০ অক্টোবর ২০১৯

শাহজালালে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি সোনা উদ্ধার

অনলাইন রিপোর্টার ॥ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ৫ কেজি ৮০০ গ্রাম সোনার ৫০টি বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। বুধবার সকাল পৌনে ৯টার দিকে এই সোনার বারগুলো উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ওমানের মাস্কট থেকে বাংলাদেশ বিমানের বিজি ০২২ নম্বর ফ্লাইটটি ঢাকায় আসে। আগেই গোয়েন্দা তথ্য ছিল এই ফ্লাইটে চোরাচালানের সোনা আসবে। এ তথ্যে কাস্টমস কর্মকর্তারা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেয়। বিামান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে যাত্রীরা চলে যান। তবে কারো কাছে সোনা পাওয়া যায়নি। পরে ৮ নম্বর বোডিং ব্রিজে লাগানো বিমানের ফ্লাইটে তল্লাশি করা হয়। এ সময় ২২ নম্বর সিটের নিচে লুকানো অবস্থায় ৫০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সোনা আটক রশিদ (ডিএম) বানিয়ে ঢাকা কাস্টমস হাউজে জমা রাখা হয়েছে। এ ঘটনায় কাস্টমস আইনে বিভাগীয় মামলা করা হয়েছে।
×