ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পেশাজীবীদের স্বার্থ রক্ষায় পেশা ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে : জি.এম. কাদের

প্রকাশিত: ০৭:০০, ৩০ অক্টোবর ২০১৯

পেশাজীবীদের স্বার্থ রক্ষায় পেশা ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে : জি.এম. কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের বিভিন্ন পেশার মানুষের নানাবিধ সমস্যা রয়েছে। তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য পেশাভিত্তিক নেতৃত্ব প্রৃতিষ্ঠা করতে হবে। বুধবার দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় তাঁতী পার্টির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা পেশাজীবীদের সমস্যাবলী চিহ্নিত করে তা সমাধানের জন্য কাজ করতে চাই। এজন্য সকল পেশার মানুষকে জাতীয় পার্টির কল্যাণের রাজনীতির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। তাঁতী পার্টির আহ্বায়ক শাহজাহান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও সুনীল শুভ রায়, মোক্তার হোসেন, ফজলুল হক, ফরিদ আহমেদ, দেলোয়ার হোসেন, সোবহান ভূঁইয়া, আব্দুর রাজ্জাক প্রমুখ। বাংলাদেশে তাঁত শিল্পের এখনো অনেক সম্ভাবনা আছে একথা উল্লেখ করে সাবেক মন্ত্রী জিএম কাদের বলেন, আধুনিক বিশ্বে বস্ত্র শিল্পের যথেষ্ট উন্নতি হলেও- তাঁত বস্ত্রের সমাদার এখনো কমে যায়নি। বাংলাদেশের তাঁত শিল্পের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। ঢাকার মসলিনের কথা জগৎ বিখ্যাত। তিনি বলেন, আমরা ঐতিহ্যকে ভুলে যেতে পারিনা। তাই দেশের তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য তাঁতী জনগোষ্ঠীর কল্যাণে আমাদের এগিয়ে আসতে হবে এবং তাদের স্বার্থ রক্ষা করতে হবে। আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ- দেশের সকল পেশাজীবীদের কল্যাণেই কাজ করেছেন একথা উল্লেখ করে তিনি বলেন, তাঁতীদের স্বার্থ রক্ষার জন্যই জাতীয় তাঁতী পার্টি গঠন হয়েছে। কাদের বলেন, জাতীয় পার্টি সবার জন্য কাজ করবে। এখন থেকে কেউ আর ঘরে বসে থাকবে না। নেতাকর্মীরা মানুষের পাশে থাকবে। সবার কষ্ট, যন্ত্রণা কিভাবে লাঘব করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেবে। আমরা গণমানুষের দল। কাজেও তা প্রমাণ করতে চাই। মার্কিন কূটনীতিকের সাক্ষাৎ ॥ ঢাকাস্থ মার্কিন দূতাবাসে কর্মরত কাউন্সিলর ব্রান্ট টি ক্রিসটানসেন বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির সাথে তাঁর বনানীস্থ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাত করেন। এসময় উভয়ে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করেন। পার্টি সূত্রে জানা গেছে, চলমান রাজনীতি, বিরোধী দলের অবস্থান ও পরিকল্পনা, আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয় আলোচনায় ওঠে আসে।
×