ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইবি ছাত্রলীগ সম্পাদকের অডিও ফাঁস ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০১:৫৯, ৩০ অক্টোবর ২০১৯

ইবি ছাত্রলীগ সম্পাদকের অডিও ফাঁস ॥ বিক্ষোভ

ইবি সংবাদদাতা ॥ ফের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের একটি অডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে তিনি এক ব্যক্তির সঙ্গে মুঠোফোনে বিশ্ববিদ্যালয়ের ৩টি বিভাগের শিক্ষক নিয়োগ ও হাইকোর্টোরে রায় টাকার বিনিময়ে কেনার বিষয়ে বিভিন্ন কথা বলেন। জানা যায়, মঙ্গলবার রাত সাতটার দিকে ফেসবুকের একটি আইডি থেকে ২ মিনিট ১৭ সেকেন্ডের একটি অডিও ক্লিপ ভাইরাল করা হয়। সম্পাদক রাকিব এক ব্যক্তির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, আইন বিভাগ ও গণিত বিভাগের শিক্ষক নিয়োগ প্রসঙ্গে কথপোকথন করেন। ওই ব্যক্তি বলেন, ‘ফিন্যান্সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছেলে আবেদন করেছে। আইন বিভাগে একটা সার্কুলার হয়ে রয়েছে। আর গণিত বিভাগের সাইফুলের (সাবেক ছাত্রলীগ সভাপতি) স্ত্রীর ব্যাপারাটা কনফার্ম করতে হবে। এসময় রাকিব বলেন, সে ব্যাপারটা হবে। কিন্তু মেলা টাকা লাগবে। হাইকোর্টে একটা রীট করতে হবে। করে রায় কিনে আনতে হবে। হাইকোর্টের এমন এমন জায়গায় এমন এমন লাইন। আপনি যেভাবে চাবেন সেভাবে রায় দিবে। শুধু টাকা লাগবে।’ অডিওটি ভাইরাল হওয়ার পর রাত সাড়ে ৮ টার দিকে বিক্ষোভ মিছিল বের করে ইবি ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলে শিশির ইসলাম বাবু, যুবায়ের আল মাহমুদ, মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দিকী আরাফাতসহ বিভিন্ন পদ প্রত্যাশী নেতা উপস্থিত ছিলেন। মিছিলটি জিয়া হল মোড় থেকে শুরু হয়ে মৃত্যুঞ্জীয় মুজিব মুর‌্যালের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘হাইকোর্টের রায় কেনা যায় বলে বিচার বিভাগেকে প্রশ্নবিদ্ধ করেছে রাকিব। এই কথায় হাইকোর্ট অবমাননা করেছ সে। এ ঘটনায় দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।’ এদিকে এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে আইন অনুষদের শিক্ষার্থীরা। এসময় বক্তারা বলেন, আদালত অবমানা করা রাষ্ট্রদ্রোহীতার সামিল। অনতিবিলম্বে রাকিবকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। এবিষয়ে ইবি শাখা ছাত্রলীগ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘অডিওটি আমি এখনো শুনিনি। আদালতের অবমানা হয় এমন কোনো কথা বলিনি। এর আগে ১০ সেপ্টেম্বর ৪০ লক্ষ টাকার বিনিময়ে ইবি শাখা ছাত্রলীগের সম্পাদ হওয়ার অডিও ফাঁস হয় তার বিরুদ্ধে।
×