ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শাহজালালে বিমানের সিট থেকে ৬ কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ০০:১৭, ৩০ অক্টোবর ২০১৯

শাহজালালে বিমানের সিট থেকে ৬ কেজি স্বর্ণ উদ্ধার

অনলাইন রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে পাঁচ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টম হাউস। উদ্ধার হওয়ার স্বর্ণের বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। একপর্যায়ে বোর্ডিং ব্রিজ নং-৮ এ সকাল পৌনে ৯টার দিকে মাসকাট থেকে আগত বিমানের বিজি-০২২ ফ্লাইটের সিট নং-২২ সি-এর নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৫০টি স্বর্ণবার পাওয়া যায়, যার ওজন পাঁচ কেজি ৮০০ গ্রাম। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় কোনো যাত্রীকে আটক করা হয়েছে কি-না সে বিষয়ে কিছু জানাননি কাস্টম হাউসের কর্মকর্তারা।
×