ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৯ ভেন্যুতে প্রিমিয়ার লিগ করার পরিকল্পনা বাফুফের

প্রকাশিত: ০৮:০০, ২৯ অক্টোবর ২০১৯

৯ ভেন্যুতে প্রিমিয়ার লিগ করার পরিকল্পনা বাফুফের

স্পোর্টস রিপোর্টার ॥ ক্লাব ও ফুটবলারদের কথা মাথায় রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভেন্যু এবার ৯টি করার পরিকল্পনা করেছে বাফুফে। পেশাদার লিগ কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। এ সময় প্রিমিয়ার লিগের মাঝেই স্বাধীনতা কাপ আয়োজন করবে বলেও জানান তিনি। এদিকে দলবদলের সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছেন আরামবাগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। আগামী ১ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমের খেলা শুরু হওয়ার কথা রয়েছে। দ্বাদশ আসরে অংশ নেবে ১৩টি দল। যেখানে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ এফসি প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছে। সেই সঙ্গে এক মৌসুম পর বিপিএলে আবারও জায়গা করে নিয়েছে রানার্সআপ উত্তরা বারিধারা ক্লাব। বিপিএল ফুটবলের গত আসরে ৬টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। যদিও এ মৌসুমে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার হবে। তাই ক্লাব ও ফুটবলারদের কথা মাথায় রেখে ঢাকার মধ্যে বনানীর আর্মি স্টেডিয়াম, কাছাকাছি নরসিংদী ও কুমিল্লা স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। সেই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝে নতুনত্ব আনার কথাও জানান সালাম মুর্শেদী। ক্যাসিনো ঝড়ে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা সংসদ, মোহামেডান এবং আরামবাগ ক্রীড়া সংঘ। দলবদল ২০ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও এরইমধ্যে মোহামেডান সীমিত পরিসরে দলবদলের কাজ শুরু করেছে। যদিও দলবদলে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিলেও এবার মাঝারিমানের দল করার কথা জানিয়েছেন আরামবাগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী। আগামী সপ্তাহে আবারও পেশাদার লিগ কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানে গুরুত্বপূর্ণ বেশকটি বিষয় নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান বাফুফের কর্তারা।
×