ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেয়াদোত্তীর্ণ তিস্তা রেলসেতুতে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

প্রকাশিত: ০৬:০৩, ২৯ অক্টোবর ২০১৯

মেয়াদোত্তীর্ণ তিস্তা রেলসেতুতে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ জেলার তিস্তা নদীর উপর নির্মিত তিস্তা রেল সেতুর মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় ৮৫ বছর। তবুও এই সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে দৈনিক ১৮টি যাত্রীবাহি ট্রেন চলাচল করছে। যেকোন মূহুর্তে তিস্তা রেল সেতুতে ঘটে যেথে পারে বড়ধরনের দূর্ঘটনা। তাই জরুরি ভিত্তিতে বর্তমান রেল সেতুটির পাশে আরেকটি সেতু নির্মাণের দাবি উঠেছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, সারা দেশের সাথে লালমনিরহাট ও কুড়িগ্রাম অঞ্চলে রেল যোগাযোগ সৃষ্টি করতে ১৮৩৪ সালে তিস্তা নদীর উপর ২ হাজার ১১০ ফুট লম্বা এই তিস্তা রেলসেতু নির্মাণ করা হয়ে ছিল। তৎকালিন বৃটিশ সরকার এই রেল সেতুটি নির্মাণ করেন। তখন দেশের তৃতীয় বৃহত্তম রেলসেতু হিসেবে এটির পরিচিতি ছিল। বর্তমানে রেল সেতুটির বয়স ১৮৫ বছর। কিন্তু এই সেতুটি নির্মাণকালে এর মেয়াদ ধরা হয়েছিল একশত বছর। ৮৫ বছর আগেই রেল সেতুটির মেয়াদোত্তীর্ণ হয়েছে। বর্তমানে কোন রকম জোড়াতালি দিয়ে ঝুঁকি নিয়ে ধীর গতিতে দুইটি আন্তঃনগর ট্রেনসহ দৈনিক ১৮টি যাত্রীবাহি ট্রেন চলছে লালমনিরহাট রেলওয়ে বিভাগের অধীনে। রেলওয়ের লালমনিরহাট বিভাগিয় ম্যানেজার মুহাম্মদ শফিকুর রহমান বলেন, ২৫ জুন একনেকের বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ বিভাগের ছোট বড় ৪০৮টি সেতু’র খোঁজ খবর নেয়া হয়েছে। কিছু কিছু সেতুতে ইতিপুর্বে মেরামত কাজ শুরু হয়েছে। ঝুঁকিপুর্ন কোন সেতু নেই। তিস্তা রেলসেতু মেয়াদোত্তীর্ণ হলেও ঝুঁকিপুর্ন নয়। তবুও তিস্তা রেলসেতুর পশ্চিম পাশে নতুন করে আরো একটি ডাবল ব্রোডগেজ সেতু নির্মানের পরিকল্পনা রয়েছে।
×