ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় চাঞ্চল্যকর শিশু সাবিহা ধর্ষণ ও হত্যার দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৫:৪৬, ২৯ অক্টোবর ২০১৯

কুষ্টিয়ায় চাঞ্চল্যকর শিশু সাবিহা ধর্ষণ ও হত্যার দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ায় চাঞ্চল্যকর শিশু সাবিহা (৭) ধর্ষণ ও হত্যা মামলার রায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ধর্ষক ওই আসামির নাম আবু তালেব (৩৮)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আবু তালেব মিরপুর উপজেলার মিঠন হঠাৎপাড়া গ্রামের রওশন আলীর ছেলে। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর সন্ধা ৭টায় মিরপুর উপজেলার মিঠন হঠাৎপাড়া গ্রামে প্রতিবেশী শিশুদের সাথে খেলা করার সময় শিশু সাবিহা (৭) নিখোঁজ হয়। পরদিন সকাল ১০টার দিকে এলাকার পাশ্ববর্তী একটি ধানক্ষেতের সেচ খাল থেকে শিশু সাবিহার লাশ উদ্ধার করা হয়। সুতরতহাল প্রস্তুতির সময়ই প্রাথমিক ভাবে পুলিশ টের পায় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহত শিশুর পিতা ভাষা আলী বাদি হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনে অভিযোগ এনে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে আবু তালেবকে চিহ্নিত ও একমাত্র আসমি করে তাকে গ্রেফতার পূর্বক ২০১৮ সালের ১২ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য শুনানী শেষে মামালার একমাত্র আসামি আবু তালেবের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত সর্বোচ্ছ শাস্তি মৃত্যুদণ্ডসহ তাকে এক লাখ টাকা জরিমানা আদেশ প্রদান করেন। শিশু সাবিহা ধর্ষণ ও হত্যার এ ঘটনাটি ওই সময় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
×