ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে নারী সাংবাদিকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

প্রকাশিত: ০৪:২১, ২৯ অক্টোবর ২০১৯

বরিশালে নারী সাংবাদিকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ফেসবুক দুইবার লাইভ করে রহস্যজনকভাবে মারা যাওয়া নগরীর নারী সাংবাদিক ও ওষুধ ব্যবসায়ী শিরিন খানমের মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরসহ আটজনকে আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে মামলা দায়েরের সত্যতা স্বীকার করে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই ফিরোজ আল মামুন জানান, মৃতের ভাই ইউসুফ মৃধা বাদি হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেছেন। অপরদিকে বরিশাল শেবাচিম হাসপাতালে শিরিনের ময়নাতদন্ত শেষে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে চিকিৎসকরা ধারনা করছেন বিষাক্ত জাতীয় ইনজেকশন শরীরে পুশ করায় তাৎক্ষণিক শিরিনের মৃত্যু হয়েছে। অপরদিকে মৃত শিরিনের স্বজনদের অভিযোগ, তাকে (শিরিন) হত্যা করা হয়েছে। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন-বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ কবির, ওষুধ ব্যবসায়ী জনি, শেলি বেগম, মশিউর রহমান মারুফ, রনি, সদর রোড এলাকার কয়েস মিয়া ও আলাউদ্দিন আলো। কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ কবির বলেন, শিরিন খানমের ওষুধের দোকানের মালিক স্টিমারঘাট জামে মসজিদ কমিটি। সস্প্রতি তাকে (শিরিন) দোকান ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়ার পর শিরিন আমার কাছে এসেছিলো। আমি তাকে বলেছিলাম এখানে আমার কিছুই করার নেই। মামলার তদন্তকারী কর্মকর্তা আরও জানান, মামলায় শরীরে বিষাক্ত ইনজেকশন দিয়ে শিরিন খানমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিরিনের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি আরও বলেন, আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। উল্লেখ, পার্শ্ববর্তী ওষুধ ব্যবসায়ী জনৈক জনি নামের এক ব্যক্তির সাথে হৃদয়ঘটিত সম্পর্কের অভিযোগে একতরফা সালিশ বৈঠকের বিচারে কাউন্সিলরের সিদ্ধান্তে গত রবিবার রাতে শিরিন খানমকে দোকান ছেড়ে দেওয়ার মৌখিক নির্দেশ দেয়া হয়। ওইদিন রাতে নৌবন্দর সংলগ্ন নিজস্ব মালিকানাধীন ‘শিরিন ফার্মেসি’তে অবস্থানকালে দুইবার ফেসবুক লাইভ করে শিরিন। পরবর্তীতে রাত ১০টার দিকে শিরিন হঠাৎ অসুস্থ হয়ে পরেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তার মৃত্যু নিশ্চিত করেন। রহস্যজনকভাবে শিরিনের মৃত্যুর পর পরই তার লাইভ করা ফেসবুক আইডি ডিএকক্টিভ হয়ে যায়। যে কারণে নানাপ্রশ্নের সৃষ্টি হয়েছে।
×