ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেনীর নুসরাত হত্যা মামলার ডেথরেফারেন্স হাইকোটে পাঠানো হয়েছে

প্রকাশিত: ০৩:৫৬, ২৯ অক্টোবর ২০১৯

ফেনীর নুসরাত হত্যা মামলার ডেথরেফারেন্স হাইকোটে পাঠানো হয়েছে

নিজস্ব সংবাদদাতা ফেনী ॥ ফেনীর সোনাগাজীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ১৬ আসামির ডেথরেফারেন্স আজ বুধবার দুপুরে ফেণী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে ঢাকা হাইকোর্টের আপিল বিভাগে পাঠানো হয়েছে। এ আদালতের ষ্টোনোগ্রাফার মো: সামছুদ্দিন বিশেষ বার্তাবাহক হিসাবে ২ হাজার ৩ শত ২৭ পাতার সামগ্রীক নথী ঢাকায় নিয়ে গেছেন। এদিকে আদালত থেকে সোমবার রাত ৯ টার দিকে ফেনী কারাগারে নুসরাত হত্যা মামলার আদেশের কপি পৌছেছে। জেলার দিদারুল আলম জানান- নবনির্মিত ফেনী কারাগারে সেল থাকলেও কনডেম সেল নেই। তাই নুসরাত হত্যা মামলায় মুত্যুদণ্ড প্রাপ্ত ১৬ আসামিকে কোন কারাগারে পাঠানো হবে তার নির্দেশনা চেয়ে আইজি (প্রিজন) বরাবরে চিঠি দেয়া হয়েছে। উদ্ধর্তন কর্তপক্ষের কাছ থেকে নির্দেশনার চিঠি পাওয়ার পর কাকে কোন কারাগারে পাঠানো হবে তা নির্ধারন করা হবে। চিঠি আসা পযন্ত ১৬ আসামিকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় রাখা হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত এ চিঠি চলে আসবে। উল্লেখ্য গত ২৪ অক্টোবর ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ ফেনীর সোনাগাজী মাদ্রসার ছাত্রী নুসরাত জাহান রাফিরকে পুড়িয়ে হত্যা মামলার রায়ে ১৬ জন আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেকে একলাখ টাকা করে জরিমানার দণ্ডে দণ্ডিত করেন।
×