ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৪ দিন পর কুয়া থেকে সেই শিশুর পচা-গলা দেহ উদ্ধার

প্রকাশিত: ২৩:৪৪, ২৯ অক্টোবর ২০১৯

৪ দিন পর কুয়া থেকে সেই শিশুর পচা-গলা দেহ উদ্ধার

অনলাইন ডেস্ক ॥ বাঁচতে পারল না ২ বছর বয়সী সুজিত উইলসন। নলকূপ বসানোর জন্য অন্তত তিনশো ফুট গভীর গর্ত খোঁড়া হয়েছিল। শুক্রবার বিকেলে খেলতে খেলতে সেই গর্তে পড়ে যায় শিশুটি। গর্তে পড়ে যাওয়ার এক ঘণ্টার মধ্যেই খবর পেয়ে তাকে উদ্ধারে অভিযান শুরু হলেও শিশুটিকে জীবিত উদ্ধার করা যায়নি। অবশেষে চারদিন পর ভারতের তামিলনাড়ুর ওই শিশুটির পচা-গলা দেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ৪ দিন আটকে থাকার পর মঙ্গলবার ভোরে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তামিলনাড়ুর তিরুচিরাপল্লীর শিশু সুজিত মারা গেছে। তার মরদেহ একেবারে পচে গলে গেছে। এক কর্মকর্তা বলেন, কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। কুয়ার ভেতরে লাশ দেখতে পাওয়ার পরেই খনন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। সোমবার রাতে সরকারি কর্মকর্তারা জানান, শিশুটিকে উদ্ধারের আগেই কুয়া থেকে দুর্গন্ধ আসতে দেখে তারা বুঝতে পারেন ছোট্ট শিশুটি বেঁচে নেই। কর্মকর্তারা পরে সুজিত উইলসনের মরদেহ কুয়া থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান। সুজিত ২৬ ফুট গভীরে আটকা পড়েছিল কিন্তু পরে উদ্ধারকারীরা তাকে দড়ি দিয়ে টানতে চেষ্টা করলে সে আরও পিছলে ৭০ ফুট গভীরে পড়ে যায়। উদ্ধারকারীদের দলটি শিশুটির কাছে পৌঁছানোর জন্য কুয়ার সমান্তরালে এক মিটার প্রশস্ত আরেকটি সুড়ঙ্গ খোঁড়েন। তবে পাথুরে জমির কারণে কাজের অগ্রগতি খুবই ধীর গতিতে হয়েছে। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে জীবনযুদ্ধে হেরে গেল ছোট্ট শিশুটি।
×