ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশিত: ০৩:১৩, ২৮ অক্টোবর ২০১৯

ঝালকাঠিতে অন্তসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৭ মাসের অন্তসত্ত্বা স্ত্রী হনুফা বেগম হত্যার দায়ে স্বামী মো: দুলাল খানকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার ঝালকাঠি এই আদালতের বিচারক শেখ. মোহাম্মদ. তোফায়েল হাসান আসামীর উপস্থিতিতে রায় ঘোষনা করেন। এই হত্যা মামলার অপর আসামী সেলিনা বেগমকে সালাস প্রদান করেছে। সাজাপ্রাপ্ত মো: দুলাল খান ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউঠা গ্রামের মো: ফকরউদ্দিনের পুত্র। ২০০৮ সালের ১২ এপ্রিল বিকেল ৫ টায় এই ঘটনা ঘটেছে । গবাদী পশুকে খাবার খরকুটা দিতে বিলম্ব করায় স্বামী মো: দুলাল খান ক্ষিপ্ত হয়ে অন্তসত্বা স্ত্রীর নি¤œাঙ্গে সরু লাঠি দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্ত খননের কারনে হনুফা বেগমের মৃত্যু হয়। তাকে প্রথমে কাঠালিয়া হয়ে বরিশাল নেয়ার পথে মারা যায়। এই ঘটনায় হনুফা বেগমের বড় ভাই হাজ্বী আল মামুন বাদী হয়ে ১৪ এপ্রিল ২০০৮ তারিখ কাঠালিয়া থানায় মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা আ: রব আকন্দ ২০০৮ সালের ২১ আগষ্ট ২জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করেছে। সরকার পক্ষে অতিরিক্ত পিপি এমআলম খান কামাল এবং আসামী পক্ষে জাহাঙ্গীর কবির মামলা পরিচালনা করেন।
×