ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তরুণীকে ধর্ষণের ঘটনায়, উপজেলা চেয়ারম্যান আ.লীগ থেকে সাময়িক বহিষ্কার

প্রকাশিত: ০৬:২১, ২৭ অক্টোবর ২০১৯

তরুণীকে ধর্ষণের ঘটনায়, উপজেলা চেয়ারম্যান আ.লীগ থেকে সাময়িক বহিষ্কার

অনলাইন রিপোর্টার ॥ বরিশালে ধর্ষণ মামলায় জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুককে দলের সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তালুকদার মো. ইউনুস বলেন, ‘গোলাম ফারুক অনৈতিক কাজে লিপ্ত থেকে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে দলের সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে আজ জেলা আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দলীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী ফারুককে সাময়িক বহিষ্কার করে প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। এ ব্যাপারে কথা বলতে গোলাম ফারুকের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। গোলাম ফারুক বানারীপাড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। এর আগের মেয়াদেও তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। জানা যায়, গত বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় গোলাম ফারুকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন এক তরুণী। মামলায় ওই তরুণীর অভিযোগ, ঢাকার বসুন্ধরায় গোলাম ফারুক নিজ ফ্ল্যাটে নিয়ে তাকে ধর্ষণ করে আসছিলেন। সম্প্রতি ওই তরুণী তাকে বিয়ের জন্য চাপ দিলে ফারুক টালবাহানা করতে থাকে। এ ঘটনায় ওই নারী ফারুকের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে ভাটারা থানায় মামলা করেন।
×