ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কালকিনিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১:০৬, ২৭ অক্টোবর ২০১৯

কালকিনিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় যুব সমাজের উদ্যোগে উক্ত নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন, স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারক, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনজীবি আবুল বাশার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মশিউর রহমান সবুজ, সমিতিরহাট একে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাসান পলিন সরদার, ইউপি চেয়ারম্যান মোঃ চান মিয়া শিকদার, মোঃ সিরাজুল আলম, রেহানা নেয়ামুল, বাদল তালুকদারসহ উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ। উক্ত নৌকা বাইচ খেলা দেখার জন্য হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায় নদীর দু' পারে। ওই প্রতিযোগীতায় ৯ টি নৌকা অংশ নেয়। পরে প্রধান অতিথি বিজয়ী ৩ জনকে পুরস্কার হিসেবে এলইডি টেলিভিশন প্রদান করেন।
×