ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দেশের প্রতি জেলায় নিরাপদ সবজি কর্নার থাকতে হবে : কৃষি সচিব

প্রকাশিত: ১০:০০, ২৬ অক্টোবর ২০১৯

দেশের প্রতি জেলায় নিরাপদ সবজি কর্নার থাকতে হবে  : কৃষি সচিব

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান বলেছেন, দেশে এখন নিরাপদ বা বিষমুক্ত সবজির চাহিদা তৈরি হয়েছে। তাই প্রতিটি জেলার যেকোনো বাজারে বা স্থানে অন্ততঃ একটি নিরাপদ বা বিষমুক্ত সবজির দোকান থাকতে হবে। যেখানে বিষমুক্ত সবজি পাওয়া যায়। নিরাপদ সবজির সার্টিফিকেট আমরা দেবো। এতে কৃষকের পাশাপাশি সাধারণ মানুষও লাভবান হবে। সচিব বলেন, বাজার জাত করার আগে প্রথমে পণ্যের ভ্যালু এ্যাড করতে হবে এবং তারপরে তা বাজারে নিয়ে আসতে হবে। এরপর ভোক্তারা তা কিনতে হবে। প্রত্যেক জেলায় অন্ততঃ বাজার বা বাজারের বাইরে নিরাপদ সবজির দোকান থাকতে হবে। অনেক জেলায় ইতোমধ্যে বিষমুক্ত সবজির বাজার তৈরি হয়েছে। আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকায় একটি বিষমুক্ত সবজির বাজার স্থাপনের চিন্তা করছি। পিকেএসএফ এর সহযোগিতায় আমরা এটা করতে পারবো বলে আমরা আশা করি। তিনি শনিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘বারি-ব্রি-ডিএই-পিকেএসএফ সমঝোতা স্মারক পর্যালোচনা’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন। কৃষি সচিব মানসম্মত বীজ উৎপাদনের বিষয়ে বলেন, শুধু সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের কাছে পৌছানো যাবে না। এরজন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। তিনি ফসলের জন্য ক্ষতিকর কীট-পতঙ্গ নিয়ন্ত্রণে প্রতিটি গ্রাম বা ইউনিয়নে একটা ‘বায়ো-ডাইভার্সিটি জোন’ স্থাপনের উপর গুরুত্বারোপ করেন। এ কর্মশালার মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে পিকেএসএফ-এর কার্যক্রমের সমন্বয় সাধিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। কর্মশালায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এর মহাপরিচালক (রুটিন দায়িত্ব) চন্ডী দাস কুন্ডু, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর। বারি’র গবেষণা উইং-এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. বজলুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় ধন্যবাদ জ্ঞাপন করেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব। কর্মশালায় বারি. ব্রি, ডিএই এবং পিকেএসএফ এর পক্ষ থেকে তাদের কার্যক্রম বিষয়ে উপস্থাপন করা হয়। অনুষ্ঠাণে বারি, ব্রি, ডিএই ও পিকেএসএফ’র কর্মকর্তা ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
×