ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কাল

প্রকাশিত: ০৯:১৯, ২৪ অক্টোবর ২০১৯

 এ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কাল

স্পোর্টস রিপোর্টার ॥ কাল শুক্রবার থেকে পর্দা উঠছে ওয়ালটন প্রেজেন্টস এ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্ট, পাওয়ার্ড বাই এসএমসি ড্রিংকিং ওয়াটার। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে স্পোর্টস স্কুল এবং এ্যাক্টিভিস্ট কমিউনিকেশনস লিমিটেড আয়োজিত দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৩টি বিদেশি দূতাবাসসহ ১৬টি দল। দুইদিনের এই টুর্নামেন্টের ভেন্যু উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মাঠ। সকাল সাড়ে ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন এবং মোশাররফ হোসেন (বিপিএম, অতিরিক্ত আইজিপি আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, বাংলাদেশ পুলিশ)। স্পোর্টস ফর পিস’ এই স্লোগান সামনে রেখে একত্রিত হচ্ছে বাংলাদেশে অবস্থিত দূতাবাসগুলো। সেভেন-এ-সাইড টুর্নামেন্টে দলগুলো হলো : অস্ট্রেলিয়া, ভুটান, ইরাক, দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, নরওয়ে, পাকিস্তান, প্যালেস্টাইন, সৌদি আরব, শ্রীলঙ্কা, সুইডেন, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম। এছাড়া প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের একটি দল। আর স্বাগতিক দল হিসেবে থাকছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কূটনৈতিক পুলিশ। নকআউট ভিত্তিতে খেলা মোট ১৬ দলের মধ্যে সেরা দুই দলকে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার। সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
×