ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় দাবায় চ্যাম্পিয়ন মালেক

প্রকাশিত: ০৯:১৮, ২৪ অক্টোবর ২০১৯

 জাতীয় দাবায় চ্যাম্পিয়ন মালেক

স্পোর্টস রিপোর্টার ॥ সাইফ পাওয়াটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে জাতীয় দাবা প্রতিযোগিতায় চট্টগ্রামের ফিদেমাস্টার আব্দুল মালেক অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে প্রথম হন। একই পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার শরীফ হোসেন রানারআপ হন। ফিদেমাস্টার মালেক ও শরীফের অর্জিত পয়েন্ট সমান হলে টাইব্রেকিং পদ্ধতিতে মালেক চ্যাম্পিয়ন ও শরীফ রানারআপ হন। সাত পয়েন্ট করে অর্জন করেছেন ৪ দাবাড়ু। টাইব্রেকিং পদ্ধতিতে খুলনার দেলোয়ার হোসেন তৃতীয় হন। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত নবম ও শেষ রাউন্ডের খেলায় মালেক ক্যান্ডিডেট মাস্টার সোহেলের সাথে, দেলোয়ার ইমদাদের সাথে ও ক্যান্ডিডেট মাস্টার ক্যান্ডিডেট মাস্টার নাইমের সাথে ড্র করেন। ক্যান্ডিডেট মাস্টার শরীফ মাসুম হোসেনকে, ক্যান্ডিডেট মাস্টার মনন ফিদেমাস্টার রেজাকে, ফিদেমাস্টার মাহফুজ ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, ফিদেমাস্টার জাভেদ আব্দুল মোমিনকে, শরীয়ত ফিদেমাস্টার নাজরানা খান ইভাকে, ক্যান্ডিডেট মাস্টার মনির আফজাল হোসেন সাচ্চুকে, যোয়ার জাবেদ আল আজাদকে ও তানভীর আবু হানিফকে হারান। শীর্ষস্থানপ্রাপ্ত প্রথম দশ জাতীয় দাবাড়ু চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবেন। দেশের গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার, জাতীয় মহিলা চ্যাম্পিয়ন এবং গতবারের জাতীয় দাবার শীর্ষস্থান প্রাপ্ত ১০ জনকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এবার বিভিন্ন বিভাগ, জেলা, বিশ^বিদ্যালয়, সংস্থা, বাহিনী হতে ১২৯ দাবাড়ু অংশ্রগহণ করেন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ৯ বছর বয়সী ক্যান্ডিডেট মাস্টার নীড় কোয়ালিফাই করেন।
×