ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অটোমেটেড ক্লিয়ারিং হাউজের আধুনিক সংস্করণ চালু

প্রকাশিত: ০৮:১৮, ২৪ অক্টোবর ২০১৯

 অটোমেটেড ক্লিয়ারিং হাউজের আধুনিক সংস্করণ চালু

অর্থনৈতিক রিপোর্টার ॥ আন্তঃব্যাংক চেক ও ইলেকট্রনিক লেনদেন সহজ, গতিশীল, ঝুঁকিমুক্ত করতে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ (বিএসিএইচ) বা স্বয়ংক্রিয় নিকাশ ঘর ব্যবস্থায় আধুনিক সংস্কার এসেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। নতুন চালু হওয়া এই ব্যবস্থায় প্রথমদিনে ৬৫ হাজার ৭৩৬ টি চেকের নিস্পত্তি ঘটে। যার আর্থিক মূল্য ৭ হাজার ৬০০কোটি টাকা। একইসঙ্গে ৬০ হাজারের অধিক ইলেট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) বা ৪৪০ কোটি টাকার লেনদেন সংঘটিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ সংস্করণে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার দিনে দুবার নিষ্পত্তি করা হবে, ফলে এর মাধ্যমে পরিশোধিত বেতন ভাতাদি, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রদত্ত ভাতাদি, ডিভিডেন্ট ওয়ারেন্ট, বিল ও অন্যান্য পরিশোধ একই দিনে প্রাপকের হিসাবে জমা হবে। যা দেশের আর্থিক লেনদেন ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এর আগে গত সোমবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এ সার্কুলারে বলা হয়, বিদ্যমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রক্ষায় বর্তমানে কার্যরত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের আপগ্রেডেশন সম্পন্ন করা হয়েছে। নতুন ব্যবস্থায় ইএফটি লেনদেন প্রতিদিন দুটি সেশনে স্থানীয় মুদ্রায় সম্পন্ন করা হবে। যার প্রথমটি রাত ১২টা ১ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত এবং দ্বিতীয়টি দুপুর ২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত হবে। ডেবিট ও ক্রেডিট লেনদেন পৃথক ফাইলের মাধ্যমে অর্থাৎ একই ফাইলে উভয় প্রকার লেনদেন অন্তর্ভুক্ত না করে উপস্থাপন করতে হবে। বিএসিএইচ নামের স্বয়ংক্রিয় এই পদ্ধতি ২০১০ সালের নবেম্বরে কার্যক্রম শুরু করে।
×